চীনের সিচুয়ান প্রদেশে ভুমিধসে চাপা পড়েছেন অন্ততঃ ১৫০ জন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিণ–পূর্ব চীনের সিচুয়ান প্রদেশে ভুমিধসে চাপা পড়েছেন কমপক্ষে ১৫০ জন। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে। সিচুয়ান প্রদেশের শিনমো গ্রামের প্রায় ৪৬টি বাড়ি ভুমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে। তিব্বত সীমান্তের মাউন্ট আবার একটি অংশ সম্পূর্ণ ধসে গেছে। প্রায় ২ কিলোমিটার জুড়ে সৃষ্ট এই ভুমিধসে সেখানকার রাস্তা বন্ধ হয়ে গেছে।
একটি নদীর গতিপথও বাধাগ্রস্ত হয়ে গেছে। এ ঘটনাটি সকালের দিকে ঘটায় বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থাতেই মাটি চাপা পড়েন। উদ্ধারকাজ শুরু হলেও ধসে যাঁরা চাপা পড়ে রয়েছেন তাঁদের কেউ জীবিত নেই বলেই মনে করছে উদ্ধারকারীরা। প্রচণ্ড বৃষ্টির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।