রংপুরে ট্রাক উল্টে নিহত ১৬, অধিকাংশই পোশাকশ্রমিক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা থেকে রংপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঘটনাটি ঘটে শনিবার ভোর পাঁচটার দিকে রংপুরের পীরগঞ্জে। কমখরচে ট্রাকের ছাদে বাড়ি ফিরতে গিয়ে  এ দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতদের অধিকাংশই পোশাকশ্রমিক বলে স্থানীয়রা জানিয়েছে। ঈদ উপলক্ষে তারা সবাই গাজীপুর থেকে ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। সিমেন্টবাহী ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাওয়ার সময় কলবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ছাদে থাকা যাত্রীরা রাস্তার উপর পড়ে যাওয়ার পর তাদের ওপর সিমেন্টের বস্তাগুলি পড়লে তারা হতাহত হন। জানা যায়, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরো পাঁচজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *