মক্কার গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে সৌদি নিরাপত্তা বাহিনী

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পবিত্র স্থান মক্কার গ্রান্ড মসজিদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করছে সৌদি আরব কর্তৃপক্ষ। একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে। এ সময় ওই ভবনটি বিধ্বস্ত হলে ১১জন ব্যক্তি আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

কিভাবে ও কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানায়নি সৌদি কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলমান এখন মক্কায় রয়েছেন। উল্লেখ্য ২০১৬ সালের জুলাই মাসে মদিনায় মসজিদে নববীর কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *