বেগম খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ২৯ জুন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আদালত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী শুনানির দিন ২৯শে জুন ধার্য করেছে।
আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান । আজ বেগম খালেদা জিয়া বেলা ১১টা ৩৫ মিনিটে আদালতে উপস্থিত হন। আজ খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন। তারপর খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
অপরদিকে খালেদা জিয়ার আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ২৯ জুন পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। দুপুর সাড়ে ১২টার দিকে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *