কয়েক শতাব্দী প্রাচীন বিখ্যাত আল-নুরী মসজিদ গুঁড়িয়ে দিল আইএস
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আইএস কোন মুসলমান করতে পারে না। এটি ইসলাম বিরুধী গোয়েন্দাদের দ্বারা পরিচালিত একটি অনৈসলামিক সংগঠন। ইসলামকে ধ্বংশ করার জন্যই আইএসের সৃষ্টি। তারা নাকি ইসলামের খেদমতদার অথচ পবিত্র রমজান মাসে, ইসলাম ধর্মে উল্লেখিত সবথেকে পবিত্র স্থান মসজিদ গুঁড়িয়ে দিতে একবারও হাত কাঁপল না তাদের।
আইএসের হাত থেকে মসুল উদ্ধার করতে বুধবার রাতে ফের অভিযানে নামে ইরাকি বাহিনী। দু’পক্ষের মধ্যে সঙ্ঘর্ষ চলাকালীন রাত সাড়ে ৯টা নাগাদ কয়েক শতাব্দি প্রাচীন বিখ্যাত ‘আল–নূরি’ মসজিদ চত্বরের প্রায় ৪৫ মিটার ভিতরে ঢুকে পড়ে ইরাকি বাহিনী। ইরাকী বাহিনীর সাথে টিকতে না পেরে মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। যার ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যে ‘আল–হাবদা’ চূড়া সহ গোটা মসজিদটি ধুলোয় মিশে যায়।
ইরাকের ঐতিহাসিক শহর মসুলের ‘আল–নূরি’ মসজিদটি মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন ছিল। তুরস্কের জেঙ্গিদ রাজবংশের নূর আল–দিন মাহমুদ জেঙ্গির নির্দেশে ১১৭২ সালে মসুলে ১৫০ ফুট উচ্চতার এই মসজিদটি স্থাপিত হয়। ধর্মযোদ্ধা নূরউদ্দিন আল–জানকির নামে নামকরণ হয় ‘আল-নুর’ মসজিদ। শুরু থেকেই মসজিদের চুড়াটি একদিকে হেলে ছিল। মরক্কোর বিখ্যাত পর্যটক ও চিন্তাবিদ ইবনে বতুতা ১৪ শতকে সেখানে পা রেখেছিলেন।