আফগানিস্তানে গাড়ী বোমা হামলায় কমপক্ষে নিহত ২০, আহত ৫০
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিণ আফগানিস্তানের লস্কর গাহ এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পুলিশ নিউ কাবুল ব্যাংকের শাখায় টাকা তুলতে লাইনে দাঁড়িয়েছিলে। আর সেই সময়েই গাড়ি বোমা বিস্ফোরণটি ঘটানো হয়।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত মাসেই পূর্ব আফগানিস্তানে গার্ডজেট শহরের একটি ব্যাংকে হামলা চালালে তিন জনের মৃত্যু হয়। আহত হন বহু লোকজন।