সৌদি বাদশাহ ভাতিজাকে সরিয়ে নিজ পুত্রকে যুবরাজ বানালেন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সৌদি আরবের বাদশাহ ফরমানে ভাতিজাকে বাদ দিয়ে পুত্রকে যুবরাজ বানালেন। আর এর মাধ্যমে বাদশাহ সালমান সৌদি আরবের ক্ষমতা কাঠামোতে বড় ধরণের পরিবর্তন আনলেন। কারণ সৌদি আরবে যুবরাজই দেশটির সর্বোচ্চ পদটির উত্তরসুরী। মাত্র ৩১ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান একই সাথে উপপ্রধানমন্ত্রী হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রীরও দায়িত্ব পালন করবেন।

এর আগে বাদশাহর ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ ক্রাউন প্রিন্স বা যুবরাজ বানালেন ছিলেন। সৌদি রাজতন্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো কোন বাদশাহ নিজ ছেলেকে যুবরাজ বানালেন। আইন অনুযায়ী বর্তমান বাদশাহ’র পর যুবরাজই পরবর্তীতে দেশটির বাদশাহ হবেন। তবে ৫৭ বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফকে আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছেন বাদশাহ সালমান। উল্লেখ্য বর্তমান বাদশাহ সালমান সৎ ভাই বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর ২০১৫ সালে বাদশাহ হিসেবে সিংহাসনে আরোহণ করেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *