শুল্ক হার কমিয়ে ২৫% থেকে ১০% করাতে শিগগিরই চালের দাম কমে যাবে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিদেশ থেকে চাল আমদানীর ক্ষেত্রে এতদিন ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত। সরকার আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।
আজ সচিবালয়ে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালায় শুল্ক কমানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। আশা করা হচ্ছে এর ফলে চালের দাম দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে চালের কোনো সংকট নেই। অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে চালের বাজারে দাম বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.