পর্তুগালে ভয়াবহ দাবানলে ৬২ জন নিহত, বহু আহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৬২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্য গাড়ীতে আটকা পড়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দাবানলে বহু লোক আহত হয়েছে। শনিবার বিকেল থেকে প্রায় ৬০০ দমকলকর্মী এবং দমকলের ১৬০টি গাড়ি উদ্ধারকার্যে চালিয়ে যাচ্ছে।
শনিবার ব্যাপক তাপপ্রবাহে কবলে পড়েছিল পর্তুগাল। দেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। আর এর ফলেই দাবানলের সৃষ্টি হয়। সেখানে সাম্প্রতিক কালে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার রাতে জঙ্গলের বিভিন্ন অঞ্চলে প্রায় ৬০টি দাবানলের খবর পাওয়া যায়। এই বিপর্যয়ের জন্য দেশে জাতীয় শোকপালন হচ্ছে।
আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিকটবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্স এই বিপর্যয় মোকাবিলায় তিনটি বিমান পাঠাচ্ছে। এই বিমানগুলিকে উদ্ধারকার্যে নামানো হবে। ইতিমধ্যেই স্পেন দু’টি ‘ওয়াটার বম্বিং’ বিমান পাঠিয়েছে। এই জাতীয় বিপর্যয় মোকাবিলায় সংশ্লিষ্ট সকলের সাহায্য চেয়েছে পর্তুগাল সরকার।