ফিলিপিন্সের পন্যবাহী জাহাজের ধাক্কায় মার্কিন রনতরী ক্ষতিগ্রস্ত, নিখোজ ৭

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ফিলিপিন্সের পণ্যবাহী জাহাজের ধাক্কায় মার্কিন নৌবাহিনীর রণতরী ইউএস ফিটস্‌জেরাল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ৭ জন নাবিক নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন ৩ জন। ঘটনাটি ঘটে আজ শনিবার ভোরে জাপানের টোকিও উপসাগরে।  মার্কিন নৌবাহিনী সূত্রে এ খবর জানা যায়। জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, স্রোতের টানে কিছুটা বেসামাল থাকলেও ডুবে যাওয়ার মত অবস্থা ছিল না মার্কিন নৌ জাহাজ–ইউএস ফিটস্‌জেরাল্ডের। বাণিজ্যিক জাহাজটি সজোরে এসে ধাক্কা মারে নৌ জাহাজটিকে।


মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মিসাইল ধ্বংসকারী ওই রণতরীর কমান্ডিং অফিসারকে জাপানের ইওকোসুবা বেসে অবস্থিত মার্কিন সেনা হাসপাসালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। উদ্ধার হওয়া বাকি দুই নাবিককে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ ৭ নাবিকের খোঁজে টোকিও উপসাগরে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে আমেরিকা এবং জাপান। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। জাপানের উপকূল রক্ষীবাহিনী জানিয়েছে, ফিলিপিনো জাহাজের ২০ জন নাবিকের সবাই অক্ষত আছেন। জাহাজ থেকে তেলও লিক করছে না। ওই জাহাজটি টোকিওতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মার্কিন রণতরীটিও দুটি টাগ বোটের সাহায্যে ইউকোসুবা বন্দরে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *