লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে ভবনটি ধসে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে ব্যপক প্রানহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনটি প্রায় সম্পূর্ন পুড়ে গেছে। ভবনটি ধসে পড়ার আশস্কা করা হচ্ছে।

জানা যায়, শহরের নর্থ কেনসিংটনে অবস্থিত ‘গ্রেনফেল টাওয়ার’ নামের ওই আবাসিক ভবনটিতে ব্রিটেনের স্থানীয় সময় রাত সোয়া একটার দিকে আগুন লাগে। প্রায় দুইশো’র মতো দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনে বহু মানুষ আটকা পড়ে আছে। ভবন থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে, যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যারা ভবনের নীচেরদিকে থাকেন তাদের অনেকে কোন ক্রমে বেড় হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাইশতলা বিশিষ্ট এ আবাসিক ভবনে ১২০টি ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে প্রায় ৫০০ মানুষ বসবাস করে। এদের খুব অল্প সংখ্যকই বেড় হতে পেরেছেন।

ভবনটির ছাদ থেকে অনেকে টর্চ লাইট দিয়ে সাহায্যর জন্য চিৎকার করেছেন। আবার অনেককে দেখা গেছে জানালা দিয়ে হাত নেড়ে ও চিৎকার করে সাহায্য চাচ্ছেন। এক পর্যায়ে ভবনটির আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এদিকে লন্ডনের মেয়র সাদিক খান এটাকে “অত্যন্ত গুরুতর ঘটনা” বলে বর্ণনা করেছেন। আগুনের এই ঘটনার পর লন্ডন পাতাল রেলের হ্যামারস্মিথ এবং সিটি অ্যান্ড সার্কেল লাইন বন্ধ করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *