পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫, উদ্ধার অভিযান আবারও শুরু
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চট্রগ্রামের তিন জেলায় ভয়াবহ ভূমি ধসের ঘটনায় এ পর্যন্ত ১৩৫ জনের মৃত্যুর খব পাওয়া গেছে। এ ছাড়া অসংখ্য মানুষ এখনো নিখোজ রয়েছে। আজ সকাল থেকে পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে আবারো উদ্ধার অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বৈরী আবহাওয়া ও আলো স্বল্পতার কারণে ওইসব জায়গায় উদ্ধার কাজ বন্ধ করে দেয়া হয়।
উল্লেখ্য গত রবিবার থেকেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে ভারী বৃষ্টি শুরু হয়। আর সোমবার রাত থেকে এই তিন জেলার বিভিন্ন পাহাড়ে ভুমি ধস শুরু হয়। মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বৃষ্টির মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে। পাহাড় ধস কবলিত এলাকায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।