বিয়ের কিছু দিনের মধ্যই আত্নহত্যা করতে চেয়েছিলেন ডায়না!

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রিন্স চার্লসের সাথে বিয়ের কিছুদিনের মধ্যই আত্নহত্যা করতে চেয়েছিলেন ডায়না। তার মৃত্যুর দীর্ঘদিন পর এ তথ্য বেড়িয়ে এসেছে। ব্রিটিশ রাজপরিবারে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে হাতের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাজকুমারী ডায়না। সম্প্রতি ডায়নাকে নিয়ে একটি গোপন টেপ বেড় হয়েছে। সেই টেপের প্রতিলিপি থেকেই এই তথ্য উঠে এসেছে।

স্বামী প্রিন্স চার্লসের সঙ্গে ক্যামিলার সম্পর্ক নিয়ে ডায়না মারাত্মকভাবে হতাশগ্রস্ত ছিলেন বলে ওই টেপের বদৌলতে জানা গেছে। তিনি সবসময় ভাবতেন চার্লস ক্যামিলাকে নিয়মিত ফোন করছেন। মধুচন্দ্রিমায় গিয়েও ক্যামিলা আতঙ্ক ডায়নাকে তাড়া করে বেড়াচ্ছিল। বিয়ের পর ক্যামিলা কার্যত দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন ডায়নার কাছে। এইসব তথ্য উঠে এসেছে ডায়নার জীবনী নিয়ে লেখা একটি বই থেকে।

Leave a Reply

Your email address will not be published.