পাহাড় ধসের ঘটনায় রাঙ্গামাটিতে উদ্ধার কাজে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে আশেপাশের মানুষ যখন চরম ভোগান্তিতে পড়েন তখন পাহাড় ধসের এলাকার পাশে থাকা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাবাহিনী এসে উদ্ধার কাজ চালানোর সময় প্রাণ দিলেন ৬ সেনা। সেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রবল বৃষ্টিতে ব্যপক ধসে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তাতে আটকা পড়া শতশত মানুষকে পাশেই থাকা সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করতে এসে নিজেরাই মাটির নিচে চাপা পড়ে যান। মাটি চাপা পড়া এই ৬ সেনার লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্য ৪ জনের পরিচয় মিলেছে। এরা হলেন-মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকী দুই জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরদিকে এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও আনা সম্ভব হয়নি প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারনে। আহতদের মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে। তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে।