রাজশাহীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে ৩ জন আটক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে। এছাড়া পুলিশ নারী ও শিশুসহ নয়জনকে থানায় নিয়ে গেছে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল রোববার রাতে বগুড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও তানোর থানা-পুলিশের যৌথ উদ্যোগে ওই বাড়িটিকে ঘিরে অভিযান শুরু হয়। ওই বাড়িটির মালিক হাজি রমজান আলী।
বাড়িটিকে ঘিরে রাখার এক পর্যায়ে পুলিশ বাড়িতে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করতে বললে তারা সাড়া দিয়ে প্রথমে তিনজন বের হয়ে আসেন। পুলিশ কর্মকর্তারা দাবি করছেন এরা তিনজনই নব্য জেএমবির সদস্য। এরা হলেন-রমজান আলীর দুই ছেলে ইসরাফিল ও ইব্রাহিম এবং তার জামাতা রবিউল ইসলাম। পুলিশ এদের আটক করে তানোর থানায় নিয়ে গেছে। তাছাড়াও পুলিশ ওই বাড়ি থেকে নারী ও চার শিশুসহ নয়জনকে উদ্ধার করে তানোর থানা হেফাজতে নিয়েছে। এরা সবাই রমজান আলীর পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ওই বাড়িতে অভিযানের সময় দু্টি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বলে জানিয়েছে। তবে পুলিশ ধারনা করছে ওই বাড়িটিতে বিস্ফোরক থাকতে পারে। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।