লিবীয় উপকূলে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজের সংখ্যা ১০০
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নৌকায় করে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে লিবীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০ অভিবাসীর মৃত্যু ও আরো প্রায় ১শত জন নিখোঁজ হয়েছে বলে আন্তর্জাতিক গনমাধ্যম সূত্রে জানা গেছে।
নৌকায় আটটি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন গারাবুলি কোস্টগার্ডের প্রধান কর্নেল ফাতি আল-রায়ানি। ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুলি অবস্থিত। ধারণা করা হচ্ছে এই ঘটনায় অন্তত ১শত অভিবাসী নিখোঁজ রয়েছে। খবর এএফপি’র।