রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, আলমগীর হোসেন, খোকন মোল্লা, আবুল কালাম মিয়া, ইদ্রিস ব্যাপারী,  বাবুল পাটুয়ারী, আবদুল মান্নান, রিপন, শাহ আলম, শারিফ ও হুমায়ুন।
গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও অন্যান্য এলাকায় পথচারী বাসযাত্রী ও বিভিন্ন ক্রেতাদের কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়। তাদের বিভিন্ন সিন্ডিকেট সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টামিনালে সক্রিয়। রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চেতনানাশক ওষুধও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *