সৌদি আরবকে আইএসের হুমকি

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গত সপ্তাহে তেহরানে হামলার দায় স্বীকার করার পরে আইএসআই একটি ভিডিওর মাধ্যমে সৌদি আরবকে হুমকি দিয়েছে। এই তথ্য এসেছে সৌদি আরবের গোয়েন্দা বিভাগের হাতে। বুধবার ইরানের সংসদ ভবন এবং আয়েতুল্লাহ খোমেনীর মাজারে আত্মঘাতী বিস্ফোরণ এবং বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত ও বহুলোক আহত হয়। এই দুই হামলার দায়ই আইএস স্বীকার করে নিয়েছে।
তেহরানে হামলার আগে ৫ জন মুখোশধারী আইএস জঙ্গির ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে ইরানকে হুমকি দেওয়া হয়। আর একইরকম ভাবে সৌদি আরব সরকারকে এক আইএস জঙ্গি ভিডিওতে হুমকি দিয়ে বলেছে, ‘তোমাদের সময় এসে গিয়েছে। ভিডিওতে বলা হয়েছে, আল্লাহর অনুমতিতে ইরানে প্রথম জিহাদ হবে। মুসলিম ভাইয়েরা আমাদের অনুসরণ করবে। ভিডিওর শেষে সৌদি আরব সরকারকে এক মুখোশধারী আইএস জঙ্গি হুমকি দিয়ে বলে, ইরানের পরে সৌদি আরব। আল্লাহর কসম, তোমাদের গৃহবন্দী করে রাখব। আমরা কারোর চর নেই। শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করি এবং মুসলিম জাতিকে বাঁচানোর জন্য এই লড়াই করছি। ইরান বা সৌদি আরবের ক্ষমতা নেওয়ার জন্য নয়।’