চীনা ব্যবসায়ীর এক দিনের আয় তিনশো কোটি ডলার

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

চীনের ইন্টারনেট ধনকুবের আলীবাবার কর্নধার জ্যাক মা এক দিনেই তার সম্পত্তি বাড়িয়েছেন তিনশো কোটি ডলার। তাঁর মালিকানাধীন অনলাইন সপিং কোম্পানি ‘আলিবাবা’র শেয়ারের দাম নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে বাড়তে থাকায় এক দিনেই তার সম্পদ এতটা বেড়ে গেছে বলে জানা যায়।

বাজার বিশ্লেষকরা যেমনটি ধারনা করছিলেন, তার চেয়েও অনেক বেশি ভালো ব্যবসা করছে আলিবাবা। ফলে শেয়ার বাজারে আলীবাবার শেয়ার এখন বেশ চাঙ্গা। আলিবাবাকে চীনের ই-বে বলে গণ্য করা হয়। এটি মূলত একটি অনলাইন সপিং কোম্পানী। সমস্ত কিছুই বিক্রি হয় তাদের এই সাইটে।

১৯৯৯ সালে জ্যাক মা এই কোম্পানী প্রতিষ্ঠা করেন। ষাট হাজার ডলার দিয়ে জ্যাক মা তার ব্যবসা শুরু করেন। নিজের অ্যাপার্টমেন্ট থেকে শুরুর দিকে তিনি তার ব্যবসা পরিচালনা করতেন। চীনের অনলাইন কোম্পানীগুলির মধ্য আলীবাবা সবচেয়ে ব্যবসা সফল কোম্পানী। এর বাজার মূল্য এখন চল্লিশ হাজার কোটি ডলার। এই মূহুর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হচ্ছে জ্যাক মাকে।

Leave a Reply

Your email address will not be published.