টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রওশনারা আলী আবারও বিপুল ভোটে এমপি নির্বাচিত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে আবারও বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রওশনারা আলী। বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। এর আগে ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। এবার সেই ব্যবধান বেড়ে হলো ১৫ হাজার ৫৬০। এতে প্রমান হয় তার জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোট বেশী পেয়ে।
বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী পেয়েছেন ৪২ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট। ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন। ফলাফলে দেখা যায় গেলবারের তুলনায় এবার তাদের জনপ্রিয়তা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে।