জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাহাজ বিধ্বংসি চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনা সেনাসূত্র জানিয়েছে, বৃহস্পতিবার উপকূলের শহর ওনসান থেকে এই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রগুলি ভূমি থেকে জাহাজে আঘাত করতে সক্ষম। গত এক মাসে এই নিয়ে চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নৌ মহড়ার প্রতিবাদেই এই অস্ত্র ক্ষমতা দেখাচ্ছে পিয়ংইয়ং। এ বছরে এখনও পর্যন্ত ১৬টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মুন জে–ইন ক্ষমতায় আসার পরে চারটি পরীক্ষা চালানো হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পরীক্ষা সফল হোক বা না হোক, প্রত্যেকবার আরও উন্নতমানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার যে পরিকল্পনা উত্তর কোরিয়া করেছে তার দিকে অনেকটা এগিয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।