‌‌‌বাংলাদেশি পর্যটকদের ভারত সফর সহজ হল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডতকম

বাংলাদেশের পর্যটকদের ভারতে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে বিধিনিষেধ সহজ করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভ্রমন ভিসায় প্রবেশ ও প্রস্থান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরও সুগম করার লক্ষ্যে সংশোধিত নির্দেশিকাটি জারি করা হয়েছে। ভারতের যে ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দরে নিষেধাজ্ঞা থাকছে না, সেগুলো হচ্ছে আহমেদাবাদ, আমৌসি (লখনৌ), বারনসী, বেঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গোয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা ও চণ্ডীগড়।‌ অর্থাৎ এখন থেকে যাওয়া–আসার ক্ষেত্রে যে কোনও প্রবেশ, প্রস্থান পথ ব্যবহার করা যাবে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *