যা যা ঘটলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে পারবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চ্যাম্পিয়ন ট্রপির প্রথম ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৫ রান করেও জিততে পারেনি। ওই ম্যাচে ৩০৫ রান করলেও বাংলাদেশী বোলা্রা ভাল পারফর্ম না করার কারনে জয় হাত ছাড়া হয়। তবে বাংলাদেশী ব্যাটসম্যানরা সেদিন যথাযথ ভুমিকা পালন করেছিল। আর ২য় ম্যাচে টাইগাররা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৪.৩ ওভারে ১৮২ রানে অল আউট হয়। তামিম ইকবাল বাদে সবাই বাজে পারফর্ম করেছেন। তামিম ইকবাল একাই লড়ে ১১৪ বলে ৯৫ রান করেন।
জবাবে অস্ট্রলিয়া ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬ ওভারে ৮২ রান করে। তারপর বৃষ্টির কারনে খেলা আর মাঠে গড়ায়নি। খেলা হয় পরিত্যক্ত আর পয়েন্ট হয় ভাগাভাগি। এর ফলে বাংলাদেশ সেমি-ফাইনালে খেলার ক্ষীন আশা তৈরী হয়। যা যা ঘটলে বাংলাদেশ সেমি-ফাইনালে খেলতে পারবে তা হল—-
আজ যে ম্যাচটি হবে সেখানে ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারায় এবং পরের ম্যাচে যদি অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারায় এবং বাংলাদেশ যদি তাদের পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে ইংল্যান্ড ও বাংলাদেশ যাবে পরের রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে। আবার ইংল্যান্ড যদি নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে হিসেব বদলে যাবে।