সন্ত্রাসে মদদ দেয়ায় কাতারের সাথে সৌদি আরব, মিশর, আমিরাত ও বাহরাইনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ এনে কাতারের সাথে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। উল্লেখিত চারটি দেশ অভিযোগ করে আসছে কাতার মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য জঙ্গি দলগুলোকে সমর্থন ও সহযোগিতা করে আসছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরব কাতারের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। দেশটি জল, স্থল ও আকাশপথে দুই দেশের যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে। নিজ দেশের নিরাপত্তার স্বার্থে সৌদি আরব এমনটি করেছে। অপরদিকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যে কাতারের সাথে আকাশসীমা এবং বন্দরসমূহ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, কাতারের কূটনীতিকদের দেশত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর বাহরাইনের অভিযোগ কাতার বাহরাইনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *