আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও হীরা জব্দ, জমা হবে বাংলাদেশ ব্যাংকে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

শুল্ক গোয়েন্দা অধিদফতর আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম থেকে সাড়ে ১৩ মণ সোনা আনুষ্ঠানিকভাবে জব্দ করেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা এসব সোনা ও হীরা শুল্ক গুদামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে নেয়া হচ্ছে।

গত ১৪ ও ১৫মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুমে অভিযান চালিয়ে সাড়ে ১৩ মন সোনা ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে আটক করেছিলো। পরে তিনবার শুনানির সুযোগ পেয়েও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স। আপন জুয়েলার্স কর্তৃপক্ষ দুইবার শুনানিতে এসে যে লিখিত তথ্য দিয়েছেন তার সাথে মজুদ সোনা ও হীরার মিল পাওয়া যায়নি বলে শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন।

ফলে শুল্ক আইন সরাসরি ভঙ্গ হয়েছে ও চোরাচালানের প্রাথমিক অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী জব্দকৃত সোনাগুলো  বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেম নিবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে শোরুম গুলোতে জব্দ সোনা ও হীরার তালিকা তৈরি করা হয় আজকেই। উল্লেখ্য আপন জুয়োলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম বনানীর রেইন ট্রি হোটেলে বহুল আলোচিত ছাত্রী ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় আটক সাফাত আহমেদের পিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *