রুপগঞ্জ থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল আবাসিক প্রকল্পের গুতিয়াব এলাকায় অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার, ৬২টি রাইফেল, ৫টি পিস্তল, ৪৯টি মর্টার শেল, ২টি ওয়ারলেস, গ্রেনেড ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। এই তথ্য জানান রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আরও রয়েছে পিস্তলের গুলি ৮৭৯টি, রাইফেলের গুলি ৪৯৫টি, ম্যাগজিন ৬০টি, গ্রেনেড ৪২টি ও ৪৯টি ডেটোনেটর। র‌ূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর বীরপ্রতীক, আইজিপি একেএম শহীদুল হক, ডিআইজি শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মইনুল হক ঘটনাস্থলে গেছেন।
রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে একটি লেক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বিকালে এক ব্যক্তিকে একটি এলএমজিসহ আটক করার পর তার দেওয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত অস্ত্রসস্ত্র উদ্ধার করে। অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *