শাহাজালাল বিমান বন্দরে মৃত সন্তান প্রসব, প্রসুতি গ্রেপ্তার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জর্ডান থেকে বাংলাদেশে ফেরার সময় বিমানে এক বাংলাদেশি নারী মৃত সন্তান প্রসব করেন বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে মৃত নবজাতকে ময়লার ঝুড়িতে ফেলে দেওয়ার সময় ওই নারীকে হাতেনাতে ধরে ফেলে বিমানবন্দরের লোকজন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে নবজাতকের মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।