আজ দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচ
স্ফোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ হতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রপি ক্রিকেট। আজ উদ্ভোধনী ম্যাচে মুখামুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও আন্ডার ডগ বাংলাদেশ। আজ দুপুর ৩টা ৩০মিনিটে খেলাটি হবে ইংল্যান্ডের ওভালে। আজকের এই ম্যাচকে নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। কে জিতবে আজকের এই ম্যাচে।
ইংল্যান্ড এমনিতেই শক্ত প্রতিপক্ষ। অপরদিকে তারা খেলবে নিজ মাঠে। এদিক দিয়ে চিন্তা করলে আজকের এই খেলায় ইংল্যান্ডই এগিয়ে থাকবে। তবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভাল করলে ফলাফল উলটে যেতে পারে। তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান যথাযথ ভুমিকা পালন করলে ফলাফল বাংলাদেশের অনুকুলে আসতে পারে। স্বাগতিকরা ঘরের মাঠে চাপে থাকবে। অপরদিকে টাইগাররা চাপমুক্ত থাকবে।