প্রবাসী এক বিএনপি নেতা মিঠুকে খুন করান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ত্রিশ লক্ষ টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠুকে খুন করান ড. মামুন রহমান নামে বিএনপির এক প্রবাসী নেতা। গ্রেপতারকৃতদের জিজ্ঞাসাবাদে এমনই তথ্য বেড়িয়ে এসেছে। এই প্রবাসী নেতা খুলনার ফুলতলী বিএনপির সদস্য সচিব হাসনাত রিজভী মার্শালের কাছে এই টাকা পাঠান। পরে মার্শাল এই টাকা হত্যাকারীদের মধ্য বিতরন করেন।

অভ্যন্তরীন রাজনৈতিক দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধের কারনে এ হত্যাকান্ড সংগঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরদার আলাউদ্দিন মিঠু ও মামুন রহমান এ দুজনই খুলনা ৫ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাসী। আর এ জন্য ড. মামুন মিঠুকে হত্যায় পারিবারিক বিরোধকে কাজে লাগিয়েছেন। খুলনা রেঞ্জের ডি আই জি দিদার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মিঠু হত্যাকান্ডে সরাসরি শিমুল হাওলাদার ও মার্শালসহ ৮ জন জড়িত। কিলিং মিশনে সরাসরি ৫ জন অংশ গ্রহন করেছে। খুলনা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃত শিমুল হাওলাদার, মুশফিকুর রহমান রিফাত ও হাসনাত রিজভী মার্শাল ১৪৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *