কাবুলে রাষ্ট্রপতি ভবনের কাছে প্রচন্ড বিস্ফোরনে ৮০ জন নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাষ্ট্রপতি ভবনের কাছে প্রচন্ড বিস্ফোরনে অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আর কমপক্ষে সাড়ে তিনশ জন। গাড়ী বোমার মাধ্যমে এ বিস্ফোরনটি ঘটানো হয়েছে।

ফরাসী একজন মন্ত্রীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফরাসী ও জার্মান দূতাবাস এই বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিস্ফোরণে নিহত ও আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। ওই এলাকার কাছেই প্রেসিডেন্সিয়াল প্রাসাদ এবং ব্রিটেনসহ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।

বিস্ফোরণের ভয়াবহতা এতোই ব্যাপক ছিলো যে বিস্ফোরণ স্থলের ঘড় বাড়ির দরজা জানালা প্রায় একশ মিটার দুরে গিয়ে আঁচড়ে পড়ে। স্থানীয় সময় সকাল আটটা ২৫ মিনিটে বিস্ফোরণটি ঘটে। তখন রাজধানী কাবুল ছিলো ব্যাপক ব্যস্ত ও কর্মমূখর। এখন পর্যন্ত এ বিস্ফোরণের দায় কোন গ্রুপ স্বীকার করেনি। ঘটনার পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published.