ভুমিষ্ট হওয়ার পরই হাটতে শুরু করলো শিশুটি

অনলাইন ডেস্কঃবিড খবর ৩৬৫ ডটকম

দুনিয়াতে প্রতিনিয়ত নানা ধরনের আজব ঘটনা ঘটে। এমনই এক আজব ঘটনা ঘটেছে ব্রাজিলে। ভুমিষ্ট হওয়ার পরই একটি শিশু হাটতে শুরু করেছে সেখানে। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বাইরের দুনিয়ায় ভয়ঙ্কর প্রতিযোগিতা। এক মুহূর্ত নষ্ট করা চলবে না। মায়ের পেটে থাকতেই সেকথা টের পেয়েছিল শিশুটি। তাই ভূমিষ্ঠ হয়েই গটগটিয়ে চলতে চেষ্টা করল সদ্যোজাত শিশুটি।

আর্লেত আরান্তেস নামের এক ব্রাজিলিয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় তোয়ালের ওপর সদ্যোজাত শিশুটিকে ধরে রেখেছেন নার্স। তাঁর হাতে ভর করে উঠে দাঁড়াল সে। তারপর হাতের ওপর ভর করেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে শুরু করল। বিশ্বাস করতে পারছিলেন না সেখানে উপস্থিত লোকজন। তাদের দেখাতে শিশুটিকে তোয়ালের ওপর সরিয়ে আনলেন নার্স। কিন্তু ফের একই দৃশ্য নার্সের হাতে ভর করে দাঁড়িয়ে চলতে শুরু করল শিশুটি। তবে এবার নার্সের ওপর বিরক্ত, যথেষ্ট বিরক্ত সে। তাই হাতের ওপর ঝুঁকে পড়ে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। সদ্যোজাতের এমন কাণ্ড কারখানা দেখে তাজ্জব বনে গেছে গোটা দুনিয়া। নিচে ভিডিওটি দেওয়া হল ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *