ঘূর্নিঝড় মোরার আঘাতে সেণ্টমার্টিন ও টেকনাফে ব্যপক ক্ষয়ক্ষতি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঘূর্নিঝড় ‘মোরা’ সেণ্টমার্টিন ও টেকনাফে ব্যপক ক্ষয়ক্ষতি করে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার টেকনাফসহ আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়া বইছে। কক্সবাজারের জেলা প্রশাসন জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিন্স দ্বীপে প্রায় দুইশোর মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কাঁচা বাড়িঘর ভেঙ্গে গেছে এবং অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে।
প্রায় ৩০ হাজার পরিবার টেকনাফে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ঝড়ে গাছচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কক্সবাজারে বিদ্যুৎব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত হিসাব এখনো পাওয়া যায়নি। এদিকে মহেশখালীতে প্রচুর গাছপালাও উপড়ে পড়েছে। মহেশখালি ও মাতারবাড়িতে বেশিরভাগ বাড়িঘরই কাঁচাবাড়ি হওয়ায় ঝড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশী। মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে কম বেশী সাত হাজার পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অন্তত দুই হাজারের মতো ঘরবাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে আর পাঁচ হাজারের মতো ঘরবাড়ি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। ফসলিজমি যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। এমনকি জমাকৃত যে লবন ছিল চাষীদের সেগুলোও সব নষ্ট হয়ে গেছে বলে জানালেন ইউনিয়নের চেয়ারম্যান।