ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত তিন সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটি। সোমবার সকালে স্থানীয় সময় ৫টা ৩৯ মিনিটে দেশের পূর্বদিকের কাঙওন প্রদেশের ওনসান থেকে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ক্ষেপনাস্ত্রটি ছ’‌মিনিটে প্রায় ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের বাণিজ্যিক এলাকার ৩২০ কিলোমিটারের মধ্যে গিয়ে পড়ে। সেখানে জাপানী মৎস্যজীবীদের যাতায়ত রয়েছে। এ ছাড়া জাপানী নৌবাহিনীর রণতরীর আনাগোনাও রয়েছে সেখানে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আ্যাবে তাঁদের উপকূল অঞ্চলে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বারবার হঁশিয়ারি দিয়েও কাজ হচ্ছে না।  ‌জি–৭ সম্মেলনে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। খুব শিগগির উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।’‌ উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করায় জাপানী নৌবাহিনী ও বিমান বাহিনীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।’‌ দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্টও এ বিষয়ে করনীয় ঠিক করতে বৈঠকে বসেছেন। উল্লেখ্য ২০১৭ সালের প্রথম পাঁচ মাসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও পর্যন্ত ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *