ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘মোরা’, ৭ নম্বর বিপদ সংকেত জারি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিন বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি ধীরে-ধীরে আরো শক্তিশালী হয়ে উপকুলের দিকে এগুচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্র বন্দরের জন্য সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘ঘূর্ণিঝড় মোরা’।
সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং চাঁদপুর অঞ্চলের দ্বীপ এবং চর সমূহ। আবহাওয়া অধিদপ্তর উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথা জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর খবরে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬২ কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়ার আকারে এটি ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ এ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।