বুরুন্ডিতে বিয়ে ছাড়া আর এক সাথে থাকা যাবে না

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মধ্য আফ্রিকান দেশ বুরুন্ডিতে সে দেশের সরকার আদেশ দিয়েছে, যেসব যুগল বিয়ে না করেই একসাথে বসবাস করছেন তাদেরকে এ বছর শেষ হবার আগেই বিয়ে করতে হবে। এ নির্দেশ যারা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা সম্প্রতি ‘সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার’ অভিযান শুরু করেছেন।

তিনি বলেন, স্কুলে পড়া মেয়েদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা খুব বেশি বেড়ে গেছে। অনেক পুরুষ একই সাথে একাধিক মেয়ের সঙ্গে থাকছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য অনানুষ্ঠানিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন হয়ে পড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন গীর্জা এবং রাষ্ট্র-অনুমোদিত বিয়েই জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর উপায় এবং এটি দেশপ্রেমিকদের একটি কর্তব্যও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *