খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছে। আপিল বিভাগ এই মামলা বিচার কার্যক্রম চলার প্রশ্নে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে।
খালেদা জিয়ার রিট টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেয়। উল্লেখ্য দুদক ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে।