আসলাম চৌধুরীর জামিল বহাল, মুক্তিতে বাধা নেই-আপিল বিভাগ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আপিল বিভাগ রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে আজ এ আদেশ দিয়েছে। তার আইনজীবী জানিয়েছেন, এই আদেশের ফলে তার মুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই।
উল্লেখ্য ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে ভারতে আসলাম চৌধুরী বৈঠকের খবর সংবাদ মাধ্যমে প্রকাশের পর আসলাম চৌধুরীকে পুলিশ গত বছরের ১৫ মে গ্রেফতার করে। তারপর অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে সরকার তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে। এ মামলায় আসলাম চৌধুরী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করে। রুলে তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। পরে শুনানী নিয়ে হাইকোর্ট আসলাম চৌধুরীকে জামিন দেয়।