সাভারের নামা গেন্ডায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে অভিযান চলছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যার পরে সাভারের নামাগেন্ডা মহল্লার দুই বাড়ি ঘিরে রেখে পুলিশ অভিযান চালায়। তবে গতরাতে ওই বাড়ী দুটি ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার গেন্ডা এলাকার আনোয়ার মোল্লার মালিকানাধীন পাঁচ তলা ভবনে প্রথমে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই ভবনের নিচতলার ভাড়াটিয়া বাবুর বাসায় সাতটি গ্রেনেড ও দুটি ল্যাপটপ রয়েছে। তবে ওই ফ্লাটে পুলিশ কাউকে পায়নি এবং সেখান থেকে পুলিশ কিছু উদ্ধারও করেনি।
এদিকে আজ সকাল ১০টায় সেখানে ঢাকা থেকে বোমা নিষ্কিয়কারী দল পৌছে অভিযান শুরু করেছে। এসময় মাইকে আশপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়। বাসিন্দাদের আতংকিত না হতেও বলা হয়। ওই ভবনের মালিক আনোয়ার হোসেন মোল্লা জানান, ওই ফ্ল্যাটের বাসিন্দা বাবু সকালে পরিবারের সদস্যদের নিয়ে চলে গেছেন। তবে বাবু কোথায় গেছেন, তার স্থায়ী ঠিকানা-এসবের কোনো কিছু জানাতে পারেনি আনোয়ার মোল্লা। তিনি শুধু জানিয়েছেন, বাবু তার স্ত্রী ও দুই মাসের একটি শিশু সন্তান নিয়ে দুই মাস আগে বাসাটি ভাড়া নেয়। তিনি ধারনা করে বলেন, সম্ভবত অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে গেছে।