লিবিয়ায় জিহাদীদের ক্যাম্পে মিশরের বিমান হামলা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর হামলার জবাবে লিবিয়ায় ‘জিহাদিদের ক্যাম্পে’ বিমান হামলা চলিয়েছে মিশর। আর এ হামলার মধ্য দিয়ে মিনিয়ায় বাসে জঙ্গি হামলায় ২৯ জন কপ্টিক ক্রিশ্চানের হত্যার বদলা নিল মিশর। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেহ্‌ আল সিসি স্বয়ং হামলার নির্দেশ দেন। বাসে হামলার পরই মিশরের জাতীয় টিভি চ্যানেলে সিসি বলেছিলেন, এ ধরনের নাশকতার জবাব মিলবেই। জঙ্গিরা কোনও মতেই রেহাই পাবে না। এ ধরনের কোনও জঙ্গি শিবির, যেগুলি মিশরের বিরোধিতা করবে তা গুঁড়িয়ে দেওয়া হবেই। তা সেই শিবির মিশরের ভিতরে হোক বা বাইরের সীমান্তে হোক।


এদিকে মিশর দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে, পূর্ব লিবিয়ার ওই ছাউনিগুলি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। মিশরের সেনাবাহিনী দাবী করছে, শুক্রবার সকালে মিনিয়ার আবু গারনৌস চার্চে যাওয়ার পথে কপ্টিক ক্রিশ্চানদের বাসে হামলা চালানো জঙ্গিরা ওই শিবির থেকেই প্রশিক্ষন নিয়েছে। জাতীয় টিভিতে বিমানহানার ছবিও সম্প্রচারিত হয়েছে।
পূর্ব লিবিয়ার সেনাবাহিনী জানিয়েছে, আল কায়দার সঙ্গে জড়িত ওই জঙ্গি ঘাঁটি ওড়াতে মিশর বিমানবাহিনীকে তারা সাহায্য করছে। ডেরনার বাসিন্দা প্রত্যদর্শীরা জানিয়েছেন, যেখানে বিমানহানা হয়, সেই ঘাঁটিগুলি লিবিয়ার জঙ্গি গোষ্ঠী মজলিস–আল–সুরনা ব্যবহার করে বিমান হামলার প্রশিক্ষণে।

Leave a Reply

Your email address will not be published.