বন্যা ও ভূমি ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় কমপক্ষে ৯১ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বন্যা ও ভূমি ধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে শতাধিক। উদ্ধারকাজে সেনাবাহিনী কাজ করছে। ভারতীয় নৌবাহিনীও উদ্ধারকাজে অংশগ্রহন করেছে। চিকিৎসা এবং ত্রাণ সামগ্রি নিয়ে কোচি বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতীয় জাহাজ যা শনিবার রাতে কলম্বোয় পৌছনোর কথা রয়েছে। বিশাখাপট্রম বন্দর থেকেও ওষুধ এবং কাপড় নিয়ে শ্রীলঙ্কার পথে রওনা হয়েছে আইএনএস জলশ্বয়া নামক আরেকটি জাহাজ। আপদকালীন তৎপরতায় কাজ করার জন্য জাহাজে করে হেলিকপ্টারও পাঠানো হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কায় বন্যা ও ভূমি ধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় শ্রীলঙ্কাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। বন্যা ও প্রবল বৃষ্টিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রীলংকার কালকুত্রা। ইতিমধ্যেই শ্রীলঙ্কার ১০টি জায়গায় ভূমি ধস হয়েছে। উল্লেখ্য ২০০৩–এর পর এই ধরনের বিপর্যয় আর দেখা যায়নি।