চীনের বিতর্কিত দ্বীপের কাছ দিয়ে গেল মার্কিন যুদ্ধজাহাজ
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবারও চীন-মার্কিন উত্তেজনা শুরু হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডিউয়ি মিসচিফ রিফের মাত্র ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে পার হওয়া নিয়ে এ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দক্ষিন চীন সাগর বরাবরই চীন দাবী করে আসছে। সেখানে চীন একটি কৃত্রিম দ্বীপও তৈরী করেছে। এবং সেখানে কিছু সামরিক যন্ত্রপাতিও রেখেছে। আর চীনের এই কৃত্রিম দ্বীপ যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি। এনিয়ে এ দুদেশের মধ্যে অনেকবার উত্তেজনা বেড়েছে আবার কমেছে। এবার এতো কাছ দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ যাওয়ায় চীন বেজাই চটেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দাবীর ওপর চ্যালেঞ্জ ছুঁড়লো যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবী করে চীন, এর মধ্যে কিছু কোরাল রিফ এবং দ্বীপ অন্যান্য দেশও দাবী করে। যুক্তরাষ্ট্র বলছে, দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপ তৈরি এবং তাতে কিছু সামরিক স্থাপনা নির্মাণের মাধ্যমে ঐ অঞ্চলে শঙ্কা তৈরি হয়েছে।