ইংলিশ মিডিয়াম স্কুলে পুনঃ ভর্তি ফি, সেশন ফি নেওয়া বেআইনি-হাইকোর্ট

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ বিচারপতি হাসান আরিফ এবং মোহাম্মদ বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে একটি রায় দিয়েছেন। হাইকোর্ট দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস দেশীয় আবহে পালনের নির্দেশ দিয়েছে। এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ভর্তি হতে পুনঃ ভর্তি ফি, সেশন ফি, একাডেমিক ফি নামে যে কোনো ধরণের ফি নেয়া হোক না কেন তা বেআইনি এবং এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তা ছাড়াও দেশের সকল স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এছাড়া হাইকোর্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ প্রখ্যাত বাংলা সাহিত্যিকদের ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে হবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট বলেছে, স্বচ্ছ প্রক্রিয়ায় পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে। এক অভিবাবকের করা রিটের ওপর বিচারপতিদ্বয় এই নির্দেশনা দেন।