ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে সেদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন। সোমবারের হামলার পর সেখানে আরও হামলার আশংষ্কা থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলার হুমকি সংক্রান্ত সতর্কতার মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ অর্থাৎ ‘ক্রিটিক্যাল’ বা ‘সংকটপূর্ণ’ বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নেয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। সশস্ত্র পুলিশকে সহযোগিতা করতে ‘অপারেশন টেম্পেরার’ নামে সেনা বাহিনীর ইউনিট নামানোর কথা জানানো হয়েছে।
তেরেসা মে বলেন, সন্দেহভাজন হামলাকারী সালমান আবেদি একাই হামলা চালিয়েছে, না এর পেছনে আরো মানুষ সক্রিয় রয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সোমবারের কনসার্টে সন্দেহভাজন হামলাকারীর নাম সালমান আবেদী বলে জানানো হয়েছে। ২২ বছর বয়সী এই সন্দেহভাজন হামলাকারী লিবীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ম্যানচেস্টার শহরেই তার জন্ম হয়েছে ও বেড়ে উঠেছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, সালমান আবেদী এই হামলার মাত্র কয়েকদিন আগেই বিদেশ থেকে ব্রিটেনে ফিরেছেন। দীর্ঘদিন ব্রিটেনে থাকার পর তার পরিবার লিবিয়ায় ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসলামিক স্টেট (আইএস)এর দাবী তাদের একজন সমর্থক এই হামলা করেছে। উল্লেখ্য সোমবারে ম্যানচেস্টার শহরে একটি কনসার্টে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২২ জন আর আহতের সংখ্যা দাড়িয়েছে ৫৯জনে।