কানাডার আদালত আবারও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কানাডার আদালত আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)কে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছে। কানাডার ফেডারেল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ চেয়ে করা আবেদনও খারিজ করে দিয়েছে বিচারক।
কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন- এই তথ্য প্রকাশ পেলে বাংলাদেশে তার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে উল্লেখ করে তিনি আদালতের কাছে তার নাম প্রকাশ না করার অনুরোধ জানালে আদালত তা গ্রহন করেন। রায়ে তার নাম প্রকাশ না করে ‘এস এ’ আদ্যক্ষরে বর্ণনা করতে নির্দেশ দেন। এর আগে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জুডিশিয়াল রিভিউর আবেদনে ফেডারেল কোর্টের বিচারক জাস্টিস ব্রাউন বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছিলেন। এবার একই কোর্টের আরেক বিচারক একই ধরনের মন্তব্য করলেন।