রাজধানীতে ১৬ জন ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেফতার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের গোয়েন্দা বিভাগ ঢাকায় দুটি পৃথক অভিযানে ১৬ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোয়েন্দা পুলিশ ব্যবহার করে এমন কিছু সামগ্রীও জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়ার সময় এই ১৬জন আসলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আর সেই প্রস্তুতি অংশ হিসেবে তাদের কাছে অস্ত্র তো ছিলই এমনকি তাদের কাছে ডিবি পুলিশের জ্যাকেট, হ্যান্ড-কাফ, ওয়াকিটকি আর গাড়িতে লাগানোর জন্য ডিবি পুলিশের স্টিকার পাওয়া গেছে। উল্লেখ্য এদেশে পুলিশ বা ডিবি পরিচয় দিয়ে অপরাধের খবর প্রায়ই শোনা যায়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে গত এক বছরে এমন ৫০ জন গ্রেফতার হয়েছে।