খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ আজ সকালে তল্লাশি চালিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয় একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এই তল্লাশী চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির একটি দল সকাল সাড়ে ৮টার দিকে তল্লাশি শুরু করে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়।
বিএনপি এ তল্লাশীকে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসাবে আখ্যায়িত করেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে দমন করতে না পেরে এমন কর্মকান্ড চালাচ্ছে পুলিশ। সম্প্রতি খালেদা জিয়ার এই কার্যালয়ে ট্রাকে করে বহুসংখ্যক বই-পত্র ঢুকেছে বলে জানা যায়। সম্ভবতঃ তল্লাশীর পিছনে এটি একটি কারন হতে পারে। রিজভী আহমেদ বলেন, পুলিশ লিখিত দিয়ে গেছে প্রাপ্তি শূন্য। তিনি বলেন এর মধ্য দিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রীকে অসম্মানিত করা হল।