ভারতীয় বংশদ্ভোত আমেরিকান তরুনী মদ্যপ অবস্থায় উবের চালককে মারার ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতীয় বংশোদ্ভুত অঞ্জলি জ্যাকসন হেলথ সিস্টেমের নিউরোলজি বিভাগে চতুর্থ বর্ষের ছাত্রী মদ্যপ অবস্থায় উবের চালককে চড় মারার দৃশ্যের সেই ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। আর তার জেরেই এ বার চাকরি খোয়াতে চলেছেন অঞ্জলি রামকিসন। ভিডিওটি দেখুন
অঞ্জলি রবিবার সন্ধ্যার সময় ব্রিকালি অঞ্চলে উবের ড্রাইভারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । ঠিক কি কারনে বচসা শুরু হয় তা জানা না গেলেও ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে ক্যাব চালক প্রত্যক্ষদর্শীদের ৯১১ নম্বরে ফোন করতে অনুরোধ করছেন। এর মধ্যেই ড্রাইভারকে চড় ও গোপনাঙ্গের কাছে লাথি মারতে দেখা যায় অঞ্জলিকে। গাড়ি থেকে জিনিসপত্র ছুঁড়েও ফেলতে দেখা যায় অঞ্জলিকে।
এ ঘটনায় স্তম্ভিত অঞ্জলির প্রতিবেশীরা জানান, অঞ্জলি ভাল পরিবারের মেয়ে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা না হলেও জ্যাকসন হেলথ সিস্টেম অঞ্জলিকে সাসপেন্ড করেছে।