৮২ বছর বয়সে ভারতের সাবেক মূখ্যমন্তী জেল থেকে এইচএসসি পাস করেছেন
বিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইচ্ছা থাকলে উপায় হয় এবং তা প্রমান করলেন ভারতের সাবেক এক মুখ্যমন্ত্রী। তিনি ভারতের হরিয়ানা রাজ্যের চার বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার নাম ওমপ্রকাশ চৌতালা। শিক্ষক নিয়োগে দূর্নীতির দায়ে তিনি বর্তমানে জেলে আছেন। তিনি যথা সময়ে ১২ ক্লাস পাস করতে পারেননি। তাই ৮২ বছর বয়সে জেলে থেকেই পরীক্ষা দিয়ে ১২ ক্লাস পাস করলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাতকারে ওমপ্রকাশ চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন, “জেলে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরীতে যেতেন।” আগ্রহ ছিল বলেই তা সম্ভব হয়েছে। শিক্ষা গ্রহন করার জন্য বয়স কোন বাধা না তা প্রমান করলেন চৌতালা।