ক্রিকেট তারকা মুশফিকুর রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশ টেষ্ট ক্রিকেট দলের ক্যাপ্টেন মুশফিকুর রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী এমদাদুল হক অভিযোগ করেছেন, পারিবারিক শত্রুতার সূত্রে টেস্ট দলের অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা এবং চাচা তাদের সহযোগীদের নিয়ে ১৩ মে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। সেই প্রহারে তার কিশোর ছেলে মারা যায়।
মোট ১৬ জনকে অভিযুক্ত করে ঐ কিশোরের বাবা আইনজীবী এমদাদুল হক মামলা করেছেন। তাতে প্রধান আসামী করা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদকে। মুশফিকুর রহিম বর্তমানে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন।