স্বামী-সন্তান রেখে প্রেমের টানে সুলতানা এখন প্রেমিকের বাড়ির সামনে অনশনে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ধামরাইয়ে পরকিয়া প্রেমের টানে আপন ঘর ছেরেছে সুলতানা প্রেয়সী নামে এক নারী। এ নারী আবার সংরক্ষিত মহিলা আসনের ইউনিয়ন পরিষদ মেম্বার। বিয়ের দাবীতে শিয়ালকুল গ্রামের প্রেমিক আবদুল আলিম পলাশের (২৩)  বাড়ির সামনে দু’দিন ধরে অনশন করছেন তিনি। ওই যুবতীর বাবা, দুই সন্তান ও স্বামী তাকে দফায় দফায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অটল আছেন। তার এ কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর এ ঘটনাটি ভিডিওসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রেয়সী সুয়াপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য। সপ্তাহখানেক আগেই প্রেয়সী ও পলাশকে আপত্তিজনক অবস্থায় আটক করে জনতা। প্রেয়সী দাবী করেন, এক বছর থেকে পলাশের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। ২০শে এপ্রিল স্থানীয় কাজী অফিসে পলাশের সঙ্গে তাঁর বিয়ে হয় বলে দাবি করেন তিনি। প্রেয়সী আরও বলেন, পলাশের পরিবারের লোকজনও আমাকে বধূ হিসাবে মেনে নিচ্ছে না। সবাই আমার সঙ্গে খারাপ আচরণ করছে। পলাশ আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। তবে এ বিষয়ে পলাশের বক্তব্য, সুলতানা প্রেয়সী তার মায়ের বয়সী। এমন কোনও সম্পর্ক তাঁদের মধ্যে নেই।

Leave a Reply

Your email address will not be published.